সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩
তৃণমূলসহ কেন্দ্রীয় নেতাদের রাজপথে নামতে ইতোমধ্যে দেওয়া হয়েছে বার্তা। দফায় দফায় অবরোধের পর এবার হরতালের ডাক দেওয়া হয়েছে। বিএনপির সঙ্গে জামায়াতসহ সমমনা দলগুলোও হরতাল কর্মসূচি দিয়েছে। আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়ে ভাবছেন শীর্ষ নেতারা। এসবের সঙ্গে বিরোধী দলগুলোকেও পাশে চায় বিএনপি। তাদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছেন দায়িত্বশীল নেতারা। বিএনপির একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন এসব তথ্য।
এমন পরিস্থিতিতে ‘রাজনৈতিক সমঝোতা’ ছাড়া তফশিল ঘোষণার ফলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য করেছে। নেতারা ধারণা করছেন, সরকারের এমন অবস্থান যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ভালোভাবে নেয়নি। তাদের কাছ থেকে যে কোনো ধরনের পদক্ষেপ আসতে পারে। যা বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের আরও চাঙা করবে।
পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের পর আবারও দেশব্যাপী হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি। সরকারের পতনের একদফার পাশাপাশি তফশিল ঘোষণার প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা জেলা ও মহানগরসহ গুরুত্বপূর্ণ নেতাদের এ কর্মসূচি সফলে দলীয় নির্দেশনা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।
আত্মগোপনে থাকা নেতাকর্মীরা রাজপথে বের হয়ে আন্দোলনে সম্পৃক্ত হবেন। একই কর্মসূচি দিয়েছে সমমনা দল ও জোট। বিএনপি নেতারা মনে করেন, অবরোধে ঢাকাকে বিচ্ছিন্ন করতে পেরেছেন। কিন্তু রাজধানীর ভেতরে সেভাবে কঠোর কর্মসূচি পালন করা যায়নি। তাই হরতালের মতো কর্মসূচি জরুরি ছিল।
তাদের মতে, তফশিল ঘোষণার পর বিরোধী অধিকাংশ দলই তা প্রত্যাখ্যান করেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলেও তারা ঘোষণা দিয়েছেন। তাদের এই মনোভাব ইতিবাচক। যুগপৎ আন্দোলনের বাইরে যেসব রাজনৈতিক দল তফশিল প্রত্যাখ্যান করেছে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ইতোমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি থাকলেও সরকারের পদত্যাগের দাবিটি কমন।
জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা যে লড়াই করছি। আমাদের আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে জনগণের হাতে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। বিএনপির শান্তিপূর্ণ হরতাল-অবরোধ কর্মসূচি পালন করার জন্য জনগণ আজ রাস্তায় নেমে এসেছে। এই আধিপত্যবাদী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই । জনগণ এখন বিজয়ের দ্বারপ্রান্তে।’
বিএনপিসহ সমমনা দল ও জোট ছাড়াও বাম গণতান্ত্রিক জোট, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বিজেপি, এনডিএম, এবি পার্টিসহ অধিকাংশ বিরোধী দলই তফশিল প্রত্যাখ্যান করে দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। এসব দল নানা কর্মসূচিও পালন করছে।
রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল সমমনা দল ও জামায়াতের : এদিকে বিএনপি সঙ্গে একই কর্মসূচি দিয়েছে সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী। রোববার থেকে ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করবে তারা।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি