বিক্ষোভে উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪

বিক্ষোভে উত্তাল পাকিস্তানের বেলুচিস্তান
বিশ্বভূবন ডেস্ক: মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন পাকিস্তানের বেলুচিস্তানের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। কোয়েটা প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানে মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা একই সঙ্গে হয়। এই পরীক্ষার নাম মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ অ্যাডমিশন টেস্ট (মেডিক্যাট)। চলতি বছর মেডিক্যাট পরীক্ষার ফি ৮ হাজার রুপি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ভর্তি পরীক্ষার ফি বাড়ানোর কারণে বহু দরিদ্র শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। তারা শিক্ষাকে সহজলভ্য করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

এদিকে পাকিস্তানজুড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি কম। ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। তবে কেন এমন ঘটছে এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। দেশটির বহু ব্যবহারকারী জানিয়েছেন, তারা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। তবে কেউ কেউ ভিপিএন ব্যবহার করছেন।

আরও পড়ুন  গভীর রাতে ঢাবি ক্যাম্পাস ৩ ছাত্রী হলের মিছিলে উত্তাল

এর আগে নিরাপত্তা হুমকির অজুহাত তুলে গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কয়েক দিন আগে ও পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, সম্প্রতি বেলুচিস্তানে সরকারবিরোধী বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বেলুচিস্তান প্রদেশে চীন-সমর্থিত বিমানবন্দর প্রকল্পের বিরুদ্ধে সাধারণ মানুষদের অসন্তোষ বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, বেলুচিস্তানের বন্দর শহর গোয়াদরে চীনের সহায়তায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি করেছে পাকিস্তান। এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠ জাতিগত বেলুচরা প্রাকৃতিক সম্পদ ধ্বংসের অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে।

বেলুচদের রাজনৈতিক এবং আর্থসামাজিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বেলুচ ইয়াকজেহতি কমিটির (বিওয়াইসি) নেতা মাহরাং বালুচ বলেন, পাকিস্তান সরকার হাজার হাজার বেলুচকে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এসব গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ