বিজয় নিয়েই ঘরে ফিরব- সালাউদ্দিন টুকু

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

বিজয় নিয়েই ঘরে ফিরব- সালাউদ্দিন টুকু
ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয় নিয়েই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মানুষ এই সরকারকে আর চায় না। তারা পরিবর্তন চায়। অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে।

 

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করার লক্ষে যুবদলের এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

 

টুকু বলেন, এই সরকারের প্রতিটি পদক্ষেপ হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করা। জনবিচ্ছিন্ন এ সরকার আবারও অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায়। এ জন্য আবারও ভোট চুরির প্রকল্প নিয়েছে। তবে এবার আর তা হতে দেওয়া হবে না। দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে, আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্ব এক হয়েছে।

 

নেতাকর্মীদের উদ্দেশে করে যুবদল সভাপতি বলেন, ‘যার যার অবস্থান থেকে সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। আমাদের একটাই লক্ষ্য জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন নিশ্চিত করা।’

আরও পড়ুন  আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে : কাইয়ুম চৌধুরী

 

সভায় উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, জাকির হোসেন নান্নু, তরিকুল ইসলাম বনি, মাহবুবুল হাসান পিংকু, গোলাম মোস্তফা সাগর, দীপু সরকার, কামরুজ্জামান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, জাভেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আজিজুর রহমান আকন্দ, সহ-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মিয়া মোহাম্মদ রাসেল, দুলাল হোসেন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত. সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, সহ-সম্পাদক আসাদুল আলম টিটু, মাজেদুল ইসলাম রুমন, সদস্য কামরুজ্জামান নান্নু প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ