সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪
প্রভাতবেলা প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিভেদ নয় ঐক্য হোক আমাদের সবার শ্লোগান। জাতি ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি লাভ করেছে, কিন্তু এর স্থায়ী সুফল ভোগ করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারেনা। ৫ আগস্টের ছাত্রজনতার বিপ্লবের মূল শক্তি ছিল জাতীয় ঐক্য।
শুক্রবার নগরীর কুশিয়ারা কনভেশন হলে সিলেট মহানগর আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান গত সরকারের সীমাহীন জুলুম নির্যাতনের ফিরিস্তি তুলে ধরে বলেন, আমরা জুলুমের স্বীকার হয়েছি কিন্তু কারো উপর জুলুম হোক এটা আমরা চাইনা। কেউ দেশ ছেড়ে পালিয়ে যাক আমরা সেটা চাইনা, জাতিও সেটা চায়না। ‘আয়নাঘর’ প্রসংগ টেনে জামায়াত আমীর বলেন, আয়না ঘর আরো কিছু দিন থাকুক, যারা এর সৃষ্টি করেছে তারা ভোগ করুক।
ডা. শফিকুর রহমান হযরত ওমরের শাসনকালের চিত্র তুলে ধরে বলেন, হযরত ওমরকে যেমনিভাবে একটি লম্বা পোষাকের জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হয়েছে। জামায়াতে ইসলামীও জবাবদিহিতায় বিশ^াসী। জামায়াত জনগণের সেবার সুযোগ পেলে আপনারাও এমন সুযোগের নিশ্চয়তা পাবেন।
তিনি রাষ্ট্র সংস্কারে জামায়াতের ৪১ দফার আলোকপাত করে বলেন, অতি প্রয়োজনীয় ক্ষেত্রে সংষ্কার শেষে সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানই জাতির প্রত্যাশা। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা এ বিষয়গুলো উপস্থাপন করেছি।
তিনি জামায়াতের রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে জামায়াতের কোন কাজে, কোন বক্তব্যে ত্রুটি বিচ্যুতি দেখা দিলে অবলীলায় তা অবহিত করবার জন্য উপস্থিত সূধীমহলের প্রতি আহবান জানান।
মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সূধী সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রিয় মজলিসে শুরার সদস্য মাওলানা হাবীবুর রহমান, কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর এর আমীর সেলিম উদ্দিন ও এসিসট্যান্ট সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রমূখ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি