সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
বিশ্বজুড়ে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত পৃথিবীতে এই সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডো মিটারস এই হিসাব দিয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন এই রোগে এখন পর্যন্ত ৫ কোটি ২ লাখ ৫৫ হাজার ৯৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
যদিও এতে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৫১১ জন। আর মারা গেছেন ১২ লাখ ৫৬ হাজার ১২৩ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক কোটি এক লাখ ৮২ হাজার ৮১৮ জন এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ ৬৪ লাখ ৪১ হাজার ৭৪৪ জন। তাছাড়া মারা গেছেন ২ লাখ ৪৩ হাজার ২৫৭ জন।
যুক্তরাষ্ট্র বাদে ১০ লাখের উপরে আক্রান্ত হয়েছে আরও ৮টি দেশে; ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রিটেন।
এর মধ্যে ভারতে ৮৫ লাখ ৭ হাজার ২০৩ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ১৬২ জন।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের অবস্থা এখনো সেই আগের মতো। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ২৮৬ জন মারা গেছেন। মোট আক্রান্ত ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি