সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
বিশ্বভূবন ডেস্ক:
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো কমছে। বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে ২৫ লাখে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৬ লাখের বেশি মানুষ।
বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩৯৬ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৪৬ জনের।
করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, রবিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৭২ হাজার ২৯৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ৬২৮ জন।
করোনা ভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৪৭৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৯ হাজার ৮৭৫ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৩৩৯ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ১৪৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ৬ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি