সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২১
বিশ্বভূবন ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনা ভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এক বছরের বেশি সময় ধরে করোনা মহামারিতে ২৮ লাখ ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ কোটি মানুষ।
গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ২৩৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ২৫১ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে মারা গেছেন ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। আর আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন।
মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২২ লাখ ২০ হাজার ৬৬৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৯৬০ জন।
রাশিয়াকে টপকে করোনা হতাহতের দিক দিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। আর ৩৪ তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ।
বুধবার (৩১ মার্চ) বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি