সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
অন্য চাষিরা বেগুনের ক্ষেতে ক্ষতিকর পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করলেও আইয়ুব কীটনাশক ছেড়ে পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন চাষাবাদ পদ্ধতিতে বেগুন আবাদ করেছেন। তিনি প্রতি সপ্তাহে ২৫ থেকে ৩০ হাজার টাকার বেগুন বিক্রি করছেন।
আইয়ুব আলী ইছাক জানান, ১০ বছর ধরে ১৮৩ শতাংশ জমিতে লেবুর চাষ করে আসছিলেন। গত বছর লেবুর দাম কম পাওয়ায় সব গাছ কেটে ফেলে ১৭০ শতাংশ জমিতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে বেগুনের চাষ করেছেন। বেগুন চাষ করে এত লাভ হবে, ভাবেননি তিনি। বেগুনের চাষ করতে তাঁর লক্ষাধিক টাকা খরচ হয়েছে। প্রতি সপ্তাহে ২৫ থেকে ৩০ হাজার টাকার বেগুন বিক্রি করছেন তিনি। পাইকারি দরে প্রতি কেজি বেগুনের দাম পাচ্ছেন ৫০ থেকে ৬০ টাকা। এ বছর প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।
একই ইউনিয়নের কৃষক আবদুস সালাম (৫৫) ২২ শতক জমিতে বেগুন চাষ করেছেন। তিনি বলেন, ২২ শতাংশ জমিতে তাঁর বেগুন চাষে মাত্র ৮ হাজার টাকা খরচ হয়েছে। ৪০ হাজার টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।
ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান, এ উপজেলায় চলতি বছর প্রায় এক হাজার হেক্টর জমিতে বেগুন আবাদ হয়েছে। বেশির ভাগ বেগুন ক্ষেতে সেক্স ফেরোমন পদ্ধতি ব্যবহার হচ্ছে। তিনি জানান, সবজি ক্ষেতে পোকা দমনে যেসব কীটনাশক ব্যবহার হয়, তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণে তারা কৃষকদের কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করে বিষমুক্ত ও স্বাস্থ্যবান্ধব সবজি চাষে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের পরামর্শ দিয়ে আসছেন। এ বিষয়ে কৃষকদের কাছ থেকে ভালো সাড়াও পাওয়া যাচ্ছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি