বেডরুম থেকে মোবাইল-ল্যাপটপ নিয়ে পালাবার সময় নারী চোর আটক: পুলিশ প্রহরায় এলাকা ত্যাগ

প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

বেডরুম থেকে মোবাইল-ল্যাপটপ নিয়ে পালাবার সময় নারী চোর আটক: পুলিশ প্রহরায় এলাকা ত্যাগ

প্রভাতবেলা প্রতিবেদক♦

সিলেট নগরীতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। বাসার বেডরুমে ঢুকে মোবাইল, ল্যাপটপ নিয়ে পালিয়ে যাবার সময় নারী চোরকে আটক করা হয়। বাড়ীর মালিকসহ স্থানীয় জনগণ ৯৯৯-এ পুলিশ ডেকে আনেন। নারী চোরকে পুলিশের হাতে সোপর্দ করেন। কিন্তু পুলিশ এ নারী চোরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা না নিয়ে মানবিক বিবেচনায় ছেড়ে দেয়।

 

 

 

ঘটনাটি ঘটেছে নগরীর মীরাবাজার খারপাড়ার শফিক মিয়ার বাসায় শনিবার বিকেল ৪টার দিকে। শফিক মিয়া নগরীর সবুজ বিপনীর ‘অনুপম’ এর স্বত্বাধিকারী। প্রত্যক্ষদর্শী ওমর ফারুক ইমন (তার ফেসবুক টাইমলাইনে) জানান, শফিক এর খারপাড়াস্থ বাসায় ২৮/৩০ বছরের এক মহিলা ঢুকে পড়ে। মেইন গেইট দিয়ে ঢুকে বাসার ড্রয়িং রুম হয়ে একে একে দুটি বেডরুমে ঢুকে। দ্বিতীয় বেডরুম থেকে একটি ল্যাপটপ ও মোবাইল মহিলা তার ব্যাগে ঢুকিয়ে নেয়।

 

 

 

এরপর সে তৃতীয় বেডরুমে ঢুকে। ঐ রুমে জনাব শফিকের ভাগনা ঘুমিয়ে ছিলেন। ঐ মহিলা যখন বেরিয়ে যাবে হঠাৎ করে ঘুম ভাংগে ভাগনার। অপরিচিত মহিলা দেখে সে চিৎকার চেঁচামেচি করলে বাসার লোকজন জড়ো হন। হাতেনাতে আটক করেন নারী চোরকে।

 

আরও পড়ুন  বিয়ের ২ দিন পর স্বামীর আত্মহনন, বাকরুদ্ধ নববধূ

 

 

তার ব্যাগ থেকে ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করেন। আটককারী লোকজন ঐ মহিলার পরিচয় জানতে চান এবং সে কেন কিভাবে বাসায় ঢুকেছে তা জানতে চান। তখন ঐ মহিলা বলে,“আমি ভুল করে চলে আসছি ভাই। সরি আমি চলে যাই।”

 

 

সে জানায় তার বাড়ি ঢাকার খিলগাও।  নাম সোনিয়া ইসলাম, স্বামীর নাম তুষার ইসলাম, দুই ছেলে তার ছায়মন ও ছাকিব, স্বামী সৌদি আরবে থাকেন।

 

 

 

 

ওমর ফারুক বলেন, এসময় তিনি নিজে প্রথমে তার পরিচিত এসআই খালেদকে কল করেন। এসআই খালেদ জানান তিনি সিটিতে নেই। পরে তিনি ৯৯৯ এ কল করেন। ৯৯৯-এ কল করার আনুমানিক ২০ মিনিটের মধ্যেই ৫ জন পুলিশের একটা টিম অকুস্থলে এসেপৌঁছায়। পুলিশ আসার পর মহিলার কান্নাকাটি শুরু করে। তাকে ছেড়ে দেবার অনুরোধও করতে থাকে। পুলিশও বললো আপনারা তাকে ক্ষমা করলে আমাদের আপত্তি নেই।এক পর্যায়ে তাকে ছেড়েদেয়া হয়।

 

আরও পড়ুন  চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪০

 

ওমর ফারুক বলছেন ক্ষমা করার একটা বিশেষ কারণ হচ্ছে ঐ মহিলা ৪/৫ মাসের  গর্ভবতী।  যেহেতু সে গর্ভবতী সে বিবেচনায়  তাকে  পুলিশ প্রহরায় এলাকা থেকে বের করে দেয়া হয়।

 

 

ওমর ফারুকের ভাষ্যমতে, মহিলার পোশাক এবং চেহারা দেখে মনে হয় উনি গরিব নন, তবে পেশাদার চোর। শুধু তাই নয় তিনি খুব স্মার্ট এবং উচ্চ শিক্ষিতা। মহিলার বয়স আনুমানিক ২৮/৩০ বছর হবে।

 

 

ঘটনার আদ্যপান্তে এই মহিলা নারী চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য তাতে সন্দেহ থাকার কোন অবকাশ নেই। তাকে আইনের আওতায় নিয়ে এই অপরাধী চক্রের রহস্য উদঘাটন করাই ছিল পুলিশের কাজ। তা না করে প্রহরা দিয়ে এলাকা ত্যাগ করতে দিয়ে পুলিশ কি করলো?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ