সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক♦
ঘটনাটি ঘটেছে নগরীর মীরাবাজার খারপাড়ার শফিক মিয়ার বাসায় শনিবার বিকেল ৪টার দিকে। শফিক মিয়া নগরীর সবুজ বিপনীর ‘অনুপম’ এর স্বত্বাধিকারী। প্রত্যক্ষদর্শী ওমর ফারুক ইমন (তার ফেসবুক টাইমলাইনে) জানান, শফিক এর খারপাড়াস্থ বাসায় ২৮/৩০ বছরের এক মহিলা ঢুকে পড়ে। মেইন গেইট দিয়ে ঢুকে বাসার ড্রয়িং রুম হয়ে একে একে দুটি বেডরুমে ঢুকে। দ্বিতীয় বেডরুম থেকে একটি ল্যাপটপ ও মোবাইল মহিলা তার ব্যাগে ঢুকিয়ে নেয়।
সে জানায় তার বাড়ি ঢাকার খিলগাও। নাম সোনিয়া ইসলাম, স্বামীর নাম তুষার ইসলাম, দুই ছেলে তার ছায়মন ও ছাকিব, স্বামী সৌদি আরবে থাকেন।
ওমর ফারুক বলছেন ক্ষমা করার একটা বিশেষ কারণ হচ্ছে ঐ মহিলা ৪/৫ মাসের গর্ভবতী। যেহেতু সে গর্ভবতী সে বিবেচনায় তাকে পুলিশ প্রহরায় এলাকা থেকে বের করে দেয়া হয়।
ঘটনার আদ্যপান্তে এই মহিলা নারী চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য তাতে সন্দেহ থাকার কোন অবকাশ নেই। তাকে আইনের আওতায় নিয়ে এই অপরাধী চক্রের রহস্য উদঘাটন করাই ছিল পুলিশের কাজ। তা না করে প্রহরা দিয়ে এলাকা ত্যাগ করতে দিয়ে পুলিশ কি করলো?
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি