সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোছাইন এ আদেশ দেন।
এদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসেন যত্ন বলেন, আসামিদের পক্ষে জামিনের কোনো আবেদন না থাকায় তাদের সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। তবে আদালতের অনুমতি সাপেক্ষে নিয়োজিত আইনজীবী হিসেবে আমি ওকালত নামায় স্বাক্ষর নিয়েছি। ঈদের পরে কাগজপত্র দেখে জামিনের দরখাস্ত হবে।
বান্দরবান সদর পুলিশ পরিদর্শক একে ফজলুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ৫২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে সোমবার (৮ এপ্রিল) কেএনএফ এর এই ঘটনায় আরও দুজনকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছিল।
এদিকে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিন শাখায় সশস্ত্র হামলা, অস্ত্র ও টাকা লুটের ঘটনার পর বান্দরবানের দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, আমর্ড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা একসঙ্গে অপারেশন কার্যক্রম চালাচ্ছে।
জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ে এই অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে ৪টি সাজোয়া যান এপিসি, এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি