ভাওয়াল রিসোর্টের মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

ভাওয়াল রিসোর্টের মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
প্রভাতবেলা ডেস্ক: ভাওয়াল রিসোর্টের মালিকসহ ৪ জনের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ জুন) ঢাকার কলাবাগান এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. বজলুল হক, ধানমন্ডি এলাকার বাসিন্দা ডা. মো. সিরাজুলহকসহ ছয় ব্যক্তি বাদি হয়ে গাজীপুর প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদি করা হয়েছে আম্বার গ্রুপের চেয়ারম্যান মরহুম আবুল হাসেমের ছেলে মো. শওকত আজিজ রাসেল, গাজীপুর সদর উপজেলার উত্তর বানিয়ারচালা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম মাস্টার, ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পার ম্যানেজার সুমন ও একই প্রতিষ্ঠানের অপর ম্যানেজার মো. কামরুল ইসলামকে।

আগামী ৬ নভেম্বর বিবাদিদের সশরীরে আদালতে হাজির হয়ে জবাব দাখিল করতে আদেশ দেওয়া হয়েছে।

বাদি পক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বিবাদিরা বাদি পক্ষের কেনা জমি জোরপূর্বক দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন। মামলায় ‘ক’ তফসিলের ১০২ শতাংশ জমি বাদির ষোলআনা স্বত্ব ঘোষণা করে রায় ও ডিক্রি প্রদান, ‘খ’ তফসিলে ১০২ শতাংশ জমি থেকে স্থাপনা উচ্ছেদ এবং অ্যাডভোকেট কমিশন নিয়োগ করে মাপঝোঁকের মাধ্যমে দখল হস্তান্তরের আদেশ দিতে আদালতের কাছে দাবি করেছেন।

আরও পড়ুন  এসএসসি - এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড থেকে ইজ্জতপুর সড়ক ধরে চার কিলোমিটার ভেতরে ‘ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা’। সেখানকার নলজানী গ্রামে তিন দিকে বনভূমিবেষ্টিত এই রিসোর্ট এলাকার মানুষের কাছে ‘বেনজীরের রিসোর্ট’ নামেও পরিচিত। অভিযোগ আছে কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই এ রিসোর্টের ২৫ শতাংশের মালিক হয়েছেন পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ।

অভিযোগ রয়েছে, ৫০ একর জমির ওপর গড়ে তোলা ভাওয়াল রিসোর্টের ৩ দশমিক ৬৮ একর জমি বন বিভাগের। আর নিরীহ কৃষকদের অন্তত ৪০ বিঘা জমি জোরপূর্বক দখল করে রিসোর্টটি তৈরি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, ব্যক্তিমালিকানাধীন জমি উদ্ধার করতে গিয়ে নিজেই গাজীপুরের রিসোর্টটির মালিক বনে গেছেন বেনজীর। শুরুতে ১৯ একর জমি নিয়ে রিসোর্টটির কাজ শুরু হলেও বেনজীরের ক্ষমতার জোরে প্রায় ৫০ একর জায়গা দখল করে নেন রিসোর্ট মালিকরা।

সম্প্রতি দুর্নীতির অভিযোগে বেনজীর ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। তা ছাড়া অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গত ২৮ মে বেনজীর আহমেদকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৬ জুন বেনজীর ও ৯ জুন তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে। গত ৪ মে স্ত্রী-সন্তানদের নিয়ে দেশ ছাড়েন সাবেক আইজিপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ