সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫
বিশ্বভুবন ডেস্ক: মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে আটজন পুলিশ সদস্য ও তাদের এক গাড়িচালক নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ সোমবার (৬ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, বিজাপুর জেলায় পুলিশ সদস্যরা একটি গাড়িতে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, মাওবাদীদের পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের আঘাতে পুরো গাড়িটি ধ্বংস হয়ে যায়। এতে ঘটনাস্থলেই সব আরোহীর মৃত্যু হয়।
ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর ওপর সাম্প্রতিক বিক্ষিপ্ত হামলাগুলোর ধারাবাহিকতায় এই ঘটনাটি ঘটলো। রাজ্যটিতে গত কয়েক মাসে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর একাধিক বন্দুকযুদ্ধে বহু বিদ্রোহী নিহত হয়েছেন।
ছত্তিশগড় এবং তার আশপাশের রাজ্যগুলো দীর্ঘদিন ধরে মাওবাদী বিদ্রোহে প্রভাবিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে মাওবাদী কার্যক্রমের ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে সীমিত হয়ে এসেছে।
মাওবাদী বিদ্রোহীরা প্রয়াত চীনা নেতা মাও মে তুংয়ের কমিউনিস্ট মতাদর্শে অনুপ্রাণিত হয়ে সরকারের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা দাবি করে, দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের তাদের জমি এবং খনিজ সম্পদের ওপর অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে এই লড়াই চলছে। বিদ্রোহীদের অভিযোগ, বড় বড় খনি কোম্পানিগুলো এই সম্পদ শোষণ করছে। বিদ্রোহ দমনে ভারত সরকার তৎপরতা চালালেও এ ধরনের সহিংসতা এখনো পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি