ভারত-পাকিস্তান মহারণে ব্যাটিংয়ে রোহিতরা

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

ভারত-পাকিস্তান মহারণে ব্যাটিংয়ে রোহিতরা
মাঠে ময়দানে ডেস্ক: আজ মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে। ফাইনালে হয়তো কোনো দল শিরোপা জিতে, তবে এই দুই দেশের মহারণে জিতে যায় ক্রিকেট। ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা যায় এই দুই দলের লড়াইকে। যেখানে সাধারণ একটা ম্যাচও হয়ে উঠে অসাধারণ, এখানে শিরোপা নয়, সম্মানটাই দেখা দেয় বড় হয়ে।

টি টোয়েন্টি বিশ্বকাপের এমন হাইভোল্টেজ ম্যাচে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

শর্টার ফরম্যাটের এই খেলাতে ভারত- পাকিস্তান এ পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯ বারই জিতেছে ম্যান ইন ব্লুরা। পাকিস্তান জয়ের স্বাদ পেয়েছে কেবল ৩ বার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের আধিপত্য আরও একপেশে। আগের সাতবারের দেখায় ভারত জিতেছে ৬ বার। অন্যদিকে পাকিস্তান জিতেছে মাত্র একবার,২০২১ সালে সেই বিখ্যাত ১০ উইকেটের জয়।

আরও পড়ুন  ‘মুস্তাফিজকে ঠিকভাবে ব্যবহার করতে পারেনি সানরাইজার্স’

ভারতের একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, উসমান খান, ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, হারিস রউফ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ