সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
সংগঠনটির মতে, ভিসানীতি আরোপ করা হয়েছে ব্যক্তির ওপর, দেশ বা ব্যবসার ওপর নয়।
মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সংগঠনের সভাপতি ফারুক হাসান। পোশাক খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ভিসানীতি বা স্যাংশন ব্যক্তি বিশেষের ওপর দেওয়া হয়েছে। এটা তাদের নিজস্ব ব্যাপার। যেমন গত ৩০ বছর যাবৎ আমি পাঁচ বছরের ভিসা পেয়ে আসছি। এখন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অফিসার যদি আমাকে ঢুকতে না দেয় সেটা তাদের ব্যাপার। এ রকম আগেও হয়েছে। তাছাড়া স্যাংশন তো দেশের ওপর দেওয়া হয়নি বা ব্যবসার ওপরও দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত টিকফার বৈঠকে মার্কিন বাণিজ্যবিষয়ক দপ্তরের (ইউএসটিআর) প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএর আলোচনা হয়েছে। তারা স্যাংশনের বিষয়ে আলোচনা করেনি। তাদের উদ্বেগের জায়গা হচ্ছে, শ্রম আইন সংশোধন ও শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি। বিজিএমইএ ও সরকার এ বিষয়ে কাজ করছে।
আকু পেমেন্টে কিছু ব্যাংকের ওপর স্যাংশনের বিষয়ে তিনি বলেন, যে কোনো স্যাংশনই শঙ্কিত হবার মতো। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হচ্ছে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। কয়েকটি ব্যাংকের ওপর এর পেমেন্টে স্যাংশন দেওয়া হয়েছে, তবে অন্য কোনোভাবে পেমেন্ট করা যাবে। সেভাবেই সরকার কাজ করবে। আমরা আশাবাদী ব্যবসায় এর প্রভাব পড়বে না।
বিজিএমইএর নির্বাচন বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে সদস্যরা বিজিএমইএ নির্বাচন চায় না। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে বর্তমান কমিটির মেয়াদ বাড়াতে আবেদন জানানো হয়েছে। তাই প্রথম দফা ৬ মাস বাড়ানোর পর দ্বিতীয় দফায় বর্তমান কমিটির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে।
সম্প্রতি শুল্ক গোয়েন্দা উদঘাটিত ১০ প্রতিষ্ঠানের ৩০০ কোটি টাকা পাচারের সংবাদের বিষয়ে ফারুক হাসান বলেন, এ ধরনের মিডিয়া রিলিজ, এ ধরনের মিডিয়া ক্যাম্পেইন, আসলে কার স্বার্থে করা হয়েছে, সেটা আমাদের কাছে একটি বড় প্রশ্ন। এটা আমাদের অর্থনীতি, শিল্প, দেশ অথবা সরকার, কাউকেই কোনো সুবিধাজনক অবস্থানে নিচ্ছে না। শুধুমাত্র বাধাগ্রস্তই করছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা, যা এখনও তদন্তই হয়নি, সেগুলো নিয়ে সমগ্র শিল্পখাতকে ঘিরে ঢালাও মন্তব্য মোটেও কাম্য নয়। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকলে সরকারের সংশ্লিষ্ট সংস্থা তাদের ডাকবে, তদন্ত করবে এবং যারা সত্যিকার অর্থে অসাধু তৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনবে- সেই বিষয়টিই প্র্যাক্টিস হওয়া উচিত এবং এটিই কিন্তু সব জায়গায় হয়। কিন্তু এ ঘটনায় বিষয়টাকে এভাবে মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে তুলে ধরে জাতির কাছে শিল্পকে ছোট করা আমরা একটি অপচেষ্টা বলে মনে করি। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রত্যাখ্যান করছি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি