সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৪
দলটির লক্ষ্য-যতটা সম্ভব কেন্দ্রে ভোটার উপস্থিতি কমানো। এরই অংশ হিসাবে সাংগঠনিক জেলার মাধ্যমে নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। এমনকি তাদের আত্মীয়স্বজন যাতে কেন্দ্রে না যান, তা নিশ্চিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
এমনকি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতা ভোটে অংশ নেওয়া বহিষ্কৃতদের কোনোভাবে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দিয়ে সরকার আরেকটা ‘ফাঁদ’ পেতেছে। উদ্দেশ্য-বিএনপিকে নির্বাচনে নেবে। কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আমাদের সিদ্ধান্ত সঠিক আছে এবং থাকবে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, বাংলাদেশে সেই নির্বাচনের প্রয়োজন নেই। ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ ভোট দিতে যায়নি। উপজেলা নির্বাচনেও যাবে না।’
দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানান, উপজেলার ভোট প্রতিহত করার কোনো সিদ্ধান্ত নেই। শান্তিপূর্ণ উপায়ে ভোট বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সাংগঠনিক টিমে থাকা নেতারা জেলায়-উপজেলায় কর্মিসভা করছেন। সেখানে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই ভোটাররা যেন কেন্দ্রে না যান, সে বিষয়ে গণসংযোগ আরও বাড়াতে।
নেতারা মনে করেন, বর্তমান সরকারের অধীনে ১৪ ও ১৮ সালে এবং সর্বশেষ ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন হয়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। নিজেরা ‘ডামি’ ভোট করেছেন। স্থানীয় সরকার নির্বাচনও একইভাবে হচ্ছে। তাই আসন্ন উপজেলা নির্বাচনও সুষ্ঠু হবে না। নির্বাচন হবে আগের মতোই প্রহসনমূলক।
এছাড়া কর্মিসভার মাধ্যমে আরও নির্দেশনা দেওয়া হচ্ছে। সাবেক সংসদ-সদস্যসহ যারা সংসদ নির্বাচনে প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং স্থানীয় নেতাদের ভোটের দিন নিজ এলাকায় থাকার জন্য। নীতিনির্ধারকরা মনে করছেন, তারা এলাকায় থাকলে নেতাকর্মী ও সমর্থকরা ভোটারদের কেন্দ্রবিমুখ করতে আরও উৎসাহ পাবেন।
লিফলেটে যা আছে : ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ নাম দিয়ে ‘দখলদার আওয়ামী সরকারের আসন্ন প্রতারণামূলক ডামি উপজেলা এবং সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করুন’ শিরোনামে লিফলেট বিলি করা হচ্ছে। এতে বলা হয়েছে, ‘বর্তমান অবৈধ সরকারের আমলে কখনোই জাতীয় ও স্থানীয় সরকার কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে। দখলদার শাসকগোষ্ঠী প্রতিটি নির্বাচনের আগে নতুন নতুন কুটকৌশল অবলম্বনের মাধ্যমে জনগণকে প্রতারিত করে।
লিফলেটে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের আশা-আকাক্সক্ষা অবরুদ্ধ করাসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির তীব্র সংকটে ভোগান্তির চিত্রও তুলে ধরা হয়েছে। পাশাপাশি আইন, প্রশাসন, আদালত এখন জনগণকে দমন করার সরকারী হাতিয়ার হিসাবে কাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে।
এছাড়া জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির ১ দফার চলমান আন্দোলন অগ্রগামী করতে পিছপা হয়নি বলেও দলের অবস্থান ব্যাখ্যা করা হয়।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি