মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে আদর্শলিপি  বিতরণ

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে আদর্শলিপি  বিতরণ
মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে আদর্শলিপি  বিতরণ।
সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানবিক টিম সিলেটের পক্ষ থেকে শিশুদের মধ্যে আদর্শলিপি বই বিতরণ করা হয়।
মহান ভাষা দিবসের মাসে শিশুদের আদর্শবান মানুষ গড়তে তাদের হাতে মোবাইল ফোন না দিয়ে আদর্শলিপি বই তোলে দেওয়া আহবান করেন মানবিক টিম সিলেট এর প্রধান সমন্বয়ক পুলিশের নায়েক সফি আহমদ (পিপিএম)।
তিনি আরও বলেন আমরা সমাজের পিছিয়ে পড়া অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। ২০২২ সালে এখন পর্যন্ত প্রায় ৩০ জন অসহায় শিক্ষার্থীদের ভর্তি ও পড়া লেখার দায়িত্ব নিয়েছে মানবিক টিম সিলেট। শিক্ষা বৃত্তি পাশাপাশি আমরা ছিন্নমূল ও অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিয়ে কাজ করি৷
মানবিক টিম সিলেট শিক্ষা, চিকিৎসা, অক্সিজেন, খাদ্য সামগ্রী বিতরণ, রক্ত দান কর্মসূচি, গৃহ নির্মাণ, এতিমখানায় সহায়তা সহ নানাবিধ কার্যক্রম অব্যাহত আছে ইনশাআল্লাহ থাকবে।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টিমের সহ সমন্বয়ক রবিউল ইসলাম রবি, রুমান মিয়া, শেখ আল মারজান, পুলিশ সদস্য সফিকুল আলম রুবেল, মিনহাজ আবেদীন, আরিয়ান আলিম, সুহেল আহমদ।
এ সময় পথশিশু সহ শহীদ মিনার প্রাঙ্গণে আগত শিশুদের মধ্যে বই বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ