মাধবপুরে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৪

মাধবপুরে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত গাড়ি ধাক্কায় আব্দুল মজিদ (৪৫) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।

শনিবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের হাজি মোস্তফা আলীর ছেলে। তিনি শাহপুর এলাকায় অবস্থিত স্টার ফোরসিলিং সিরামিকস কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায় ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে সিলেটগামী একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ মারা যান।

খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ