মাধবপুরে সায়হাম গ্রুপের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

মাধবপুরে সায়হাম গ্রুপের শীতবস্ত্র বিতরণ

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ  ♦ মাধবপুরে নোয়াপাড়া সায়হাম গ্রুপের সৌজন্যে সহস্রাধিক শীতার্ত অসহায় নারী-পুরুষদের মাঝে উন্নত মানের সুইটার (শীতবস্ত্র) বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ঐতিহ্যবাহী ইটাখোলা গ্রামের সাহেব বাড়িতে সায়হাম গ্রুপ পরিবারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সহস্রাধিক নারী-পুরুষদের মাঝে সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও  উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান শীতবস্ত্র  বিতরণ করেন।

সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেন , সায়হাম গ্রুপ প্রায় সময় উপজেলার সকল শ্রেণির পেশাদার নারী- পুরুষদের সেবা ও বিভিন্ন কল্যাণে কাজ করে যাচ্ছে ।  আপনাদের বিপদে -আপদে , সুখে – দুঃখে আমরা ছিলাম । এখনো আছি ও ভবিষ্যতে ও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ । আপনারা আমাদের জন্য দোয়া করবেন । আজীবন আপনাদের সেবা ও খেদমত করতে পারি ।

আরও পড়ুন  সিলেট বিভাগে আরও ১১১ জনের করোনা শনাক্ত

 

 

শীতবস্ত্র বিতরণ সময়ে সার্বিক সহযোগিতা করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ , সৈয়দ মোঃ রাসেলসহ সায়হাম গ্রুপের  কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ