সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩
সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আজিজুল হক মানিকের রুহের মাগফিরাত কামনায় রোববার ক্লাব ভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মোনাজাত পরিচালনা করেন নগরীর সুবিদবাজারস্থ বায়তুল মাকছুদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাদিকুর রহমান।
ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনুর পরিচালনায় দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল ও খালেদ আহমদ সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান। প্রভাতবেলা প্রতিবেদক♦
সভাপতির বক্তব্যে ইকবাল সিদ্দিকী বলেন, আজিজুল হক মানিক একজন সফল জনপ্রতিনিধির পাশাপাশি গুণী সাংবাদিক হিসেবে সর্বমহলে সুখ্যাতি অর্জন করেছিলেন। তাঁর মধ্যে নেতৃত্বের গুণাবলী, সততা, দায়িত্বশীলতা এবং কাজের প্রতি ছিলএকাগ্রতা। তিনি ছিলেন প্রখর মেধাবী কর্মচঞ্চল একজন মানুষ। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি এম এ হানান, সাবেক সহসভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, হুমায়ূন রশীদ চৌধুরী ও আতাউর রহমান আতা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও আব্দুর রাজ্জাক, সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াহইয়া ফজল, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, সাবেক নির্বাহী সদস্য মো. মুহিবুর রহমান ও দিগেন সিংহ, সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. দুলাল হোসেন, এম রহমান ফারুক, এটিএম তুরাব, আবুল কালাম কাওছার, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, শাহ শরিফ উদ্দিন প্রমুখ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি