সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
সোমবার বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘তারা এতো চুরি করেছে, এতো লুটপাট করেছে যা নজিরবিহীন। শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, এ সরকারকে সহযোগিতা দিতে গিয়ে প্রশাসনের কিছু কিছু লোকও চুরি-লুটপাটের সঙ্গে জড়িয়েছে। এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে! এটা আমার কথা নয়, নদী কমিশনারের কথা।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজ জাতি চরম ক্রান্তিলগ্নে পৌঁছেছে। আর এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্যে দিয়ে তাদের (সরকার) পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই শপথ আজ আমাদের নিতে হবে। আর এখন একটাই লক্ষ্যে, কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’
সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের রাজনীতিকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এ সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার না। এ সরকার শুধু মাত্র রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, জোর করে দুই-দুইবার প্রহসন ও তামাশার নির্বাচন করে ক্ষমতায় বসেছে। আবার তারা সব আটঘাট বেধে ২০২৪ সালে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার জনপ্রিয়তাকে সরকার ভয় পায়। কিন্তু তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার। তিনি তো রাজনীতি করার জন্য মুক্তি চাচ্ছেন না। সরকার ভুল করেছে, খালেদা জিয়ার সুচিকিৎসা না হলে আপনারা পালানোর পথও খুঁজে পারেন না। খোদা না করুক, তার কিছু হলে কারও কোনো আদেশের প্রয়োজন হবে না। তাৎক্ষণিক আমরা রাজপথে নেমে পরব।’
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি