মাহিনের ঝড়ো ফিফটিতে সহজেই জিতলো শেখঘাট পায়োনিয়ার্স!

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

মাহিনের ঝড়ো ফিফটিতে সহজেই জিতলো শেখঘাট পায়োনিয়ার্স!

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ২৮তম ম্যাচে ইয়াং ভিক্টর ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে শেখঘাট পায়োনিয়ার্স।

 

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়াং ভিক্টর। মাত্র ২৮ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় দলটি। ৪র্থ উইকেটে ৪৫ রান তুলে বিপর্যয় সামাল দেন সুহৃদ এবং তায়েফ।

 

১৮.৫ অভারে ৭৩/৪ থেকে ২৫.৫ অভারে ১০৬/৮-এ পরিণত হয় ইয়াং ভিক্টরের স্কোর! শেখঘাট পায়োনিয়ার্সের বোলারদের সম্মিলিত পারফরম্যান্স ইয়াং ভিক্টরকে ব্যাটিংয়ে সুবিধা আদায় করতে দেয়নি।

 

৩১.৫ অভারে সব উইকেট খুইয়ে সাকল্যে ১৩২ রান সংগ্রহ করে ইয়াং ভিক্টর।

 

সুহৃদ ২৯, ফারিয়ান ২৭, তায়েফ ১৬, ফাহি ১৪ রান করেন।

 

শেখঘাট পায়োনিয়ার্সের লুকমান, শহিদ, নাহিদ, রাব্বি, মাহিন ২টি করে উইকেট লাভ করেন।

 

১৩৩ রান তাড়া করতে নেমে ৪ রানে ১ম উইকেট হারায় শেখঘাট পায়োনিয়ার্স। ২য় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন শহিদ এবং জারির। ৫০ রানে জারির এবং ৬৫ রানে শহিদ সাজঘরে ফেরেন।

আরও পড়ুন  দুর্দান্ত খেলে ফাইনালে পাকিস্তান

 

অবিছিন্ন ৪র্থ উইকেটে ৭১ রান তোলে মাহিন-শুভ জুটি। জুটিতে শুভ’র অবদান ছিলো ১০ রান! মাহিন ইয়াং ভিক্টরের বোলারদের কচুকাটা করে দ্রুত রান তুলে শেখঘাট পায়োনিয়ার্সকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

 

২৭.২ অভারে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে ম্যাচে জয়লাভ করে শেখঘাট পায়োনিয়ার্স।

 

মাহিন মাত্র ৫২ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিলো ৭টি চার এবং ৩টি ছক্কা! জারির ২০, শহিদ ১৮, শুভ ১০ (অপরাজিত) রান করেন।

 

প্রান্ত ২৫ রান দিয়ে ২টি, ফাহি ৩৪ রান দিয়ে ১টি উইকেট লাভ করেন।

 

ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শেখঘাট পায়োনিয়ার্সের মাহিন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ