মৌলভীবাজার সমিতির ইফতার মাহফিল সাম্প্রদায়িক সম্প্রীতির সমুজ্জল দৃষ্টান্ত

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

মৌলভীবাজার সমিতির ইফতার মাহফিল সাম্প্রদায়িক সম্প্রীতির সমুজ্জল দৃষ্টান্ত

মৌলভীবাজার সমিতির ইফতার মাহফিল সাম্প্রদায়িক সম্প্রীতির সমুজ্জল দৃষ্টান্ত♦️
প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট নগরীতে বসবাসরত মৌলভীবাজার জেলার নাগরিকদের সংগঠন মৌলভীবাজার সমিতি,সিলেট।
শনিবার নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজন করে ইফতার মাহফিল। একই সাথে জেলার কৃতি সন্তান প্রফেসর তাজ উদ্দিন কে সংবর্ধনা প্রদান করে সমিতি। তিনি লিডিং ইউনিভার্সিটির ভিসি নিযুক্ত হয়েছেন।
সিলেট নগরীতে বসবাসরত মৌলভীবাজারবাসীদের সৌহার্দ্য সম্প্রীতির এক মিলনমেলা ছিল ইফতার সন্ধ্যায়।
মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার  যাঁরা এই নগরীতে বসবাস করেন তাদেরই এক অনাবিল সম্মিলন এই ইফতার মাহফিল ।
প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত এই ইফতার মাহফিল সাম্প্রদায়িক সম্প্রীতির সমুজ্জল এক দৃষ্টান্ত। ইফতার মাহফিল মুসলমানদের ধর্মীয় একটি অনুষ্ঠান। মৌলিক ইবাদতের একটা অংশ। এই অনুষ্ঠানে অমুসলিম ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পরিচালনা নিসন্দেহে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী।

ডা. মৃগেন কুমার দাস চৌধুরী,  এডভোকেট অরুপ শ্যাম বাপ্পীসহ উল্লেখযোগ্য সংখ্যক অমুসলিম সদস্যের উপস্থিতি এবং রোজাদারদের ইফতার ব্যবস্থানায় সক্রিয়তা চোখে পড়ার মত।

আরও পড়ুন  জাম্বুরা ফলনেও সেরা  জুড়ী

ছোট পরিসরে হলেও মহিলাদের পৃথক ইফতারের ব্যবস্থাপনা ছিল  চমৎকার।  যা সচরাচর ইফতার মাহফিলগুলোতে দেখা যায় না।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাহবুব ফেরদৌস।

মাহফিলে সিলেট মহানগর জামায়াতের আমীর মু.  ফখরুল ইসলাম,  বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল,  মানবজমিন এর কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান সহ শিক্ষাবিদ আইনজীবী ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ