সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
পূর্বধারণার চেয়েও দ্রুত যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে চীন। পশ্চিমাদের তুলনায় করোনা ভাইরাস মহামারি ভালোভাবে মোকাবিলা করছে চীনারা। এর জেরেই পূর্বনির্ধারিত সময়ের পাঁচ বছর আগে মার্কিনিদের ছাড়িয়ে যাচ্ছে তারা। যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পরামর্শক সংস্থা সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সিইবিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালেই বর্তমান বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পরস্পরের সঙ্গে জায়গা বদল করবে।
সংস্থাটির হিসাবে, ২০২৩ সালের মধ্যে চীন উচ্চআয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ২০৩৫ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির খেতাব থাকবে তাদের দখলে।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে জানিয়েছিলেন, তার পাঁচ বছর মেয়াদী পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে চীনের অর্থনীতির আকার দ্বিগুণ করা ‘খুবই সম্ভব’। তার ওই পরিকল্পনায় আগামী ১৫ বছরের মধ্যে ‘আধুনিক সমাজতন্ত্র’ অর্জনের কথা বলা হয়েছে।
সিইবিআর বলছে, বিশ্বে সবার আগে করোনা ভাইরাস মহামারির আঘাত লেগেছিল চীনের অর্থনীতিতে। কিন্তু দ্রুতই তারা সেটি পুনরুদ্ধার করেছে। একারণে পশ্চিমা দেশগুলোর উচিত এশিয়ায় কী হচ্ছে সেদিকে আরও বেশি মনযোগ দেওয়া।
দ্রুত অর্থনৈতিক শক্তি শুধু চীনেই বাড়ছে না, সমানতালে এগিয়ে যাচ্ছে এশিয়ার আরেক দেশ ভারতও। বর্তমানে ছয় নম্বরে থাকলেও আগামী এক দশকের মধ্যে তারা হয়ে উঠবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। জাপান বর্তমানে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হলেও ২০৩০ সালে তারা নেমে যাবে চতুর্থ অবস্থানে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি