সিলেট ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে সরিয়ে দেওয়ায় ফুঁসছে রংপুরের জাতীয় পার্টি। রবিবার সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভা করে নবনিযুক্ত মহাসচিবকে রংপুরে অবাঞ্চিতের ঘোষণা দেন দলের নেতারা। এসময় তারা অবিলম্বে মসিউর রহমান রাঙ্গাকে মহাসচিব পদে পুনর্বহালের দাবি জানিয়ে জাতীয় পার্টি’র নতুন মহাসচিত জিয়াউদ্দিন বাবুলের কুশপুত্তলিকা দাহ করেন দলটির কর্মী-সমর্থকরা।
মহাসচিব পদ থেকে রাঙ্গাকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে বিকেল থেকে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। সন্ধ্যায় জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কে উঠার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। পরে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় পণ্ড হয় বিক্ষোভ মিছিলটি।
পরে সদ্য নিয়োগপ্রাপ্ত মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য রাখেন দলের জেলা ও মহানগর নেতারা। বক্তব্য রাখেন- রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর যুব সংহতির সভাপতি জাকির হোসেন শাহিন, সাধারণ সম্পাদক শান্তি কাদেরী প্রমুখ। সভা শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা নতুন মহাসচিবের কুশপুতুল দাহ করেন।
সভায় হাজী আব্দুর রাজ্জাক বলেন, জাতীয় পার্টিকে বাঁচাতে রাঙ্গার বিকল্প নেই। রাঙ্গাকে মহাসচিব পদে পুর্নবহাল না করা হলে এর দায় দায়িত্ব কেন্দ্রীয় নেতাদের নিতে হবে। জিয়াউদ্দিন বাবলুকে রংপুরে আসতেই দেওয়া হবে না।
এদিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস.এম ইয়াসিরসহ জেলা ও মহানগর জাপার বেশির ভাগ নেতাদের দেখা যায়নি।
এদিকে হঠাৎ জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তন প্রসঙ্গে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, আগেও চেয়ারম্যানের সিদ্ধান্তে এভাবে মহাসচিব পরিবর্তন হয়েছে। চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরোধীতার সুযোগ নেই।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি