সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
‘জয় হোক বাঙালির/ জয় হোক বাংলার/ জয় হোক জনতার/ জয় হোক মানবতার-এমন কথার গানটি রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজারের ডি স্টেশন স্টুডিওতে রেকর্ডিং করা হয়।
গানটি প্রসঙ্গে সুজন হাজং বলেন, ‘এটি দেশের গান। বাঙালির চেতনার গান। বাঙালির বিজয়, স্বনির্ভরতা ও আত্মমর্যাদার কথা গানটিতে বলা হয়েছে। আশা করি গানটির মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা খুঁজে পাবে।’
রাজীব ও প্রিয়াংকা বিশ্বাস তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘দেশের গান গাইতে কার না ভাল লাগে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, সম্মান করি। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এ গানটি।’
সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘গানের কথা খুব চমৎকার। এমন একটি দেশের গানে সুর করতে পেরে আমি গর্বিত। এটি একটি বিজয়ের গান। বাঙালির সাম্য ও মানবতার গান। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
জানা গেছে, ‘জয় হোক’ শিরোনামের এ গান আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি