সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
তিনি বুধবার(১১অক্টোবর) দুপুর ১২টায় সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত দেশের একমাত্র জলারবন রাতারগুলে পর্যটক দর্শনার্থীদের জন্য যানবাহন পার্কিং প্লেস, ভিজিটর শেড ও পাবলিক টয়লেট উদ্বোধন পরবর্তী বনবিভাগ ও রাতারগুলসহ ব্যবস্হাপনা কমিটির উদ্যোগে আয়োজিত এক অপেন মিটিংয়ে (খোলামেলা আলোচনা) প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী রাতারগুলে আধুনিক স্থাপত্যশৈলীর একটি রেস্ট হাউজসহ স্থানীয় জনসাধারণের ভাগ্যোন্নয়নে পর্যটন বান্ধব অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো.আল- জুনায়েদ, সিলেটের ডিএফও মো.তৌফিকুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মো.নাজমুল ইসলাম, সহকারি বন সংরক্ষক তারেক রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল সুদীপ রায়, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান,থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল, ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান, সিলেট বন বিভাগ সারী রেঞ্জ অফিসার মো.সালা উদ্দিন, সাবেক সারী রেঞ্জ অফিসার মো.সাদ উদ্দিন, রাতারগুল সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব আলম, ৬নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.শাহাব উদ্দিন, জেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক এম মহি উদ্দিন মহি, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নজরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক মো.নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মাসুক আহমদ, ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের আহমদ, সুহেল আহমদ প্রমুখ।
স্থানীয় সমস্যা নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.নজরুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাটে সরকারি উদ্যোগ বাস্তবায়িত উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, বনবিভাগের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সিলেটের ডিএফও তৌফিকুল ইসলাম।
মন্ত্রী স্থানীয়দের জীবনমান উন্নয়নে পর্যটন অবকাঠামো গড়ে তুলে সরকারের তরফে সবধরনের সহযোগিতার হাত প্রসারিত থাকবে বলে ঘোষণা দেন।পরে বন মন্ত্রী নৌকাযুগে রাতারগুল সোয়াম ফরেস্ট ঘুরে দেখেন।এসময় নৌকার মাঝিদের মুখে বিভিন্ন ধরনের গান শুনেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি