সিলেট ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি থানার ওসি তদন্ত সৌমেন মিত্র ও এসআই আব্দুল বাতেন ভুইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এবিএম আশরাফ উল্লাহ তাহের। আদালত প্রতিবেদক।
তিনি জানান, রায়হান হত্যার পর পুলিশ সদর দপ্তরের তদন্ত দলের প্রতিবেদনের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে। গত ১৮ নভেম্বর ওসি সৌমেন মিত্রকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আর বাতেনকে সিলেট পুলিশ লাইন্সে।
গত ১১ অক্টোবর ভোরে নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে ওসমানি মেডিকেলে নেয়ার পর তার মৃত্যু হয়।
পরদিন নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদি হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
এ ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রধান অভিযুক্ত এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে। এছাড়া রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমানকেও এ মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পিবিআই।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি