সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২২
রেড ক্রিসেন্টের কমিউনিটি সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ও ড্যানিস রেড ক্রসের সহযোগিতায় কমিউনিটি পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমরা ভয়াবহ দূর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে। যেকোনো দূর্যোগে ঝুঁকি হ্রাসে সচেতনতা জরুরি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগিতায় দূর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। রেড ক্রিসেন্টকে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, তাহলে আপনারাও আর্তমানবতার সেবায় অংশগ্রহণ করলেন।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাবেক যুব প্রধান নাজিম খাঁনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ড্যানিস রেড ক্রসের প্রতিনিধি এ্যালেকস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম তুলে ধরেন সোসাইটির উপপরিচালক মো. আব্দুস সালাম, প্রজেক্ট সম্পর্কে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার মো. সাইদুল ইসলাম, অফিসার মোহাম্মদ মনজুরুল ইসলাম এবং উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল। এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সোনার বাংলা হাই স্কুলে প্রধান শিক্ষক আব্দুল মুহিব, জলের মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদ আহমদ শামীম, হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ারদী।
উল্লেখ্য, প্রজেক্টটি সিলেট ছাড়াও কক্সবাজার, নেত্রকোণা, গাজীপুর, ও হবিগঞ্জ জেলায় কার্যক্রম পরিচালনা করবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি