সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
প্রভাতবেলা ডেস্ক: নাটোরের লালপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাহীন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরজ্জামান বলেন, গতকাল সোমবার বিকেলে ওই কিশোরী তার বাড়ি পাশের জমিতে ঘাস কাটতে যায়। এ সময় অভিযুক্ত শাহীন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর বাবা ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মেয়েকে উদ্ধার করে। রাতে ওই মেয়ের বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে ডহরশৈলা গ্রাম থেকে অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত শাহীনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। আর ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি