শরিফ-অর্কের নৈপূণ্যে অ্যাপোলো ইলেভেনকে হারালো মোহামেডান

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪

শরিফ-অর্কের নৈপূণ্যে অ্যাপোলো ইলেভেনকে হারালো মোহামেডান

 

 

তানজীল শাহরিয়ার

 

মাহা ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৩৭তম ম্যাচে অ্যাপোলো ইলেভেন ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

 

সকালে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যাপোলো ইলেভেন ক্লাব। ৬.১ অভারে ৫২ রান তুলে ঝড়ো সূচনা করে অ্যাপোলো ইলেভেন। প্রকাশকে রান আউট করে উদ্বোধনী জুটি ছিন্ন করেন অর্ক। ৫২ রানের জুটিতে প্রকাশের অবদান ছিলো ৮ রান!

 

উদ্বোধনী জুটি ভাঙার পর অ্যাপোলোর ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেটে আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন। এক প্রান্তে শাহরিয়ার সাবলীল ব্যাটিং করে গেলেও অন্য প্রান্তে ছিলো বিপরীত চিত্র। অন্য ব্যাটাররা কেউই উইকেটে থিতু হতে পারেননি। উইকেট শাহরিয়ারের জন্যে ব্যাটিং সহায়ক হলেও অন্যদের জন্যে ছিলো ‘ভয়ঙ্কর!’

 

২২.৩ অভারে দলীয় ১০৪ রানের মাথায় শাহরিয়ারকে সাজঘরে ফেরান অনূপ। ৬ষ্ঠ উইকেট হিসাবে তার পতন হয়।

 

১৩১ রানেই থেমে যায় অ্যাপোলো ইলেভেনের রানের চাকা। ৩০.২ অভারেই তারা সব উইকেট খুইয়ে বসে। প্রায় ২০ অভার বাকি থাকতেই মোহামেডানের বোলাররা অ্যাপোলো ইলেভেনের ইনিংস গুটিয়ে দেন।

 

শাহরিয়ার ৫১ রান করেন, ৬২ বলে খেলা এই ইনিংস সাজানো ছিলো ৯টি চারে। তুহিন ১১ রান করেছেন। ৯ জন ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি। অতিরিক্ত খাত থেকে আসে ৩৪ রান। সবগুলোই ছিলো ওয়াইড। তোফায়েলের নামের পাশেই ছিলো ২১টি ওয়াইড!

আরও পড়ুন  উজ্জীবিত বাংলাদেশের সামনে ভঙ্গুর জিম্বাবুয়ে

 

মোহামেডানের সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল, ২০ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন এই স্পিনার। অনূপ ৩ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ৮ রান। অর্ক এবং কামিল ১টি করে উইকেট লাভ করেছেন।

 

রান তাড়ায় নেমে ৪র্থ অভারে প্রথম ধাক্কা খায় সাদা-কালো শিবির। দলীয় ৮ রানে ১ম উইকেট হারায় তারা। এরপর তোফায়েলের ক্যামিওর ওপর ভর করে খেলায় ফেরে মোহামেডান। ৪২ রানের মাথায় ২য় উইকেটের পতন ঘটে। এরপর মোহামেডানকে চেপে ধরে অ্যাপোলো ইলেভেনের বোলাররা। ১৯.১ অভারে মাত্র ৫৩ রানেই ৫ জন ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান তারা।

 

শাহরিয়ারের মত মোহামেডানের অর্কও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান। ফর্মে থাকা অর্কের আত্মবিশ্বাসী ব্যাটিং অ্যাপোলোর বোলারদের চড়ে বসার সুযোগ দেয়নি।

 

৬ষ্ঠ উইকেটে নূর আলমকে নিয়ে ৩৬ রান তুলে মোহামেডানের ইনিংসকে কক্ষপথে ফেরান অর্ক। জুটিতে নূর আলমের অবদান ছিলো ১০ রান! তবে ৫৬ বল আর ৮৩ রানের এই ইনিংস অর্ককে স্বাচ্ছন্দ্যে ব্যাট করার ‘জ্বালানি’ যোগান দিয়েছে। নূর আলমের সাবধানী ব্যাটিং উইকেট ‘অক্ষত’ রাখায় কার্যকরী ভূমিকা রেখেছে।

আরও পড়ুন  ভোর রাতে মাঠে নামছে তামিম বাহিনী

 

৮৯ রানে নূর আলম বিদায় নিলেও শরিফকে নিয়ে ৭ম উইকেটে ৪৫ রানের জুটি গড়ে ঐতিহ্যবাহী মোহামেডানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অর্ক। ৩৯ বল হাতে রেখে ১৩৪ রান তুলে ম্যাচ শেষ করে মোহামেডান।

 

অর্ক ৯৪ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন, তার এই ইনিংসে ছিলো ৫টি চার ২টি ছক্কা। তোফায়েল ৩৭ বলে ৩০ রান করেছেন। হৃদয় এবং শরিফ ১৪ রান করে তোলেন। শরিফ অপরাজিত ছিলেন।

 

অ্যাপোলো ইলেভেনের সাইফুর ২টি, শাহান, আহনাফ, সুজন ১টি করে উইকেট লাভ করেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহামেডানের শরিফ।

 

৮ম ম্যাচে মোহামেডানের এটি ৭ম জয়, অ্যাপোলো ইলেভেনের জন্যে লিগের শেষ ম্যাচটি এখন ‘বাঁচা-মরার’ লড়াই। ৮ ম্যাচ খেলে ১ জয় পাওয়া অ্যাপোলো ইলেভেনকে অবনমন এড়াতে হলে ইয়াং পেগাসাসের বিপক্ষে জিততেই হবে। একই সমীকরণ ইয়াং পেগাসাসের জন্যেও। ‘রেলিগেশন’ লড়াইটাও এবার জমে উঠলো!

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ