সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রউফ (৩৫), একই গ্রামের সিরাজ আলীর ছেলে ফয়সল মিয়া (৩২), এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার বড়কাপন এলাকার বাঁচ্চু মিয়ার স্ত্রী লাকি বেগম (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার ভোর রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই মোহন রায়ের নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি টিম পাগলা বাজারে রাত্রিকালীন প্রহরায় অবস্থান করেন। এসময় এসময় এসআই মোহন রায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন পশ্চিম পাগলার ব্রাহ্মনগাঁও হোসেনপুর পয়েন্ট এলাকায় কতিপয় লোক একটি প্রাইভেট মাইক্রোবাস নিয়ে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ফোর্স নিয়ে এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল আহাদ, এসআই পলাশ চৌধুরী দিপন, এএসআই মো. শরীফ মিয়া, মো. মোজাম্মেল হকের সহযোগিতায় ভোর রাত আড়াইটায় হোসেনপুর পয়েন্টে অভিযান চালিয়ে একটি নোহা গাড়ি আটক করেন। এসময় গাড়ি তল্লাশি করে গাড়িতে রাখা ২টি বস্তায় নীল পলিথিনে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনদের সহায়তায় ১ নারী ও দুই পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে চালান দেয়া হয়েছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি