শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩

শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রতিনিধি, শান্তিগঞ্জ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

 

গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেন৷

 

এর আগে গত বছরের ১৫ নভেম্বর শান্তিগঞ্জ বাজারস্থ মাঠে এক জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতুকে সভাপতি ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাসনাত হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আ.লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন দায়িত্ব প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি সাদাত মান্নান অভি, আ:কাইয়ুম(সুনু মাস্টার), আসাদূর রহমান আসাদ, মো: রাশিকুল ইসলাম, আ: বাছিত সুজন, মো: তেরাব আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জ্যোতিভূষণ তালুকদার ঝন্টু, শাহিনূর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, গোলাম মুস্তফা, জামিলুর রহমান, আইন সম্পাদক এডভোকেট বশির আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক চুরুখ মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুর রহমান শহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদাল মিয়া, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাহিন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলদার হোসেন দিলিপ।

আরও পড়ুন  মাধবকুন্ডে যাবার পথে বাস উল্টে ১২ দর্শনার্থী আহত

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুক পারভেজ, মহিলা বিষয়ক সম্পাদক দোলন রানী তালুকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতাউর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল করিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ললিত রঞ্জন দাস, শ্রম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সাউফুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক লিংকন তালুকদার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর হোসেন, মো: শহিদুল ইসলাম, হাজী সৈয়দুর রহমান, সহ- দপ্তর সম্পাদক মো: নিজাম উদ্দিন, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আহমদ, কোষাধ্যক্ষ মো: রুকনুজ্জামান রুকন।

 

এছাড়াও কমিটিতে ৩৫ জন সদস্য ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী রয়েছেন। উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ