শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবক

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বিনয় পাল (৩৫) নামে যুবক নিহত হয়েছেন। তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় পাল নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।

 

রেলপুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনের অদূরে কুতুবের চক এলাকায় পৌঁছে। এ সময় ট্রেনের নিচে কাটা পড়েন বিনয় পাল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ ওই যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ