সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৫
শীঘ্রই শহীদ তুরাব চত্বর বাস্তবায়ন হবে।
শহীদ এটিম তুরাব স্মরণে দৈনিক জালালাবাদ’র আলোচনা ও ইফতার মাহফিলে বিভাগীয় কমিশনার ♦️
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট : জুলাই বিপ্লব চলাকালীন দায়িত্বরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব স্মরণে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর একটি অভিজাত পাটি সেন্টারে দৈনিক জালালাবাদের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের অবদানের কথা স্মরণ করেন। তারা তুরাব হত্যার দ্রুত বিচার এবং নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় প্রস্তাবিত শহীদ তুরাব চত্ত্বর দ্রুত সরকারিভাবে বাস্তবায়নের দাবি জানান। এসময় সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোঃ রেজা-উন-নবী তুরাব চত্ত্বর বাস্তবায়নের ঘোষণা দেন।
দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সাঈদ বিন নূরুজ্জামান আল মাদানী।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সেক্রেটারী ইমদাদ আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক, সিলেট জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সেক্রেটারী খালেদ আহমদ, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ এবং দৈনিক জালালাবাদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরল ইসলাম বাবুল।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড সিকন্দর আলী, যমুনা ওয়েল এর স্বাধীন পরিচালক কবি সালেহ আহমদ খসরু, আলীম ইন্ড্রাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, ফুলকলি ফুড প্রডাক্ট লিমিটেডের সিলেটের ডিজিএম জসীম উদ্দিন সরকার, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক উত্তরপূর্বের ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, ইমজা সেক্রেটারী সাকিব আহমদ মিঠু, সাবেক সেক্রেটারী আনিস রহমান, সাংবাদিক মুহিবুর রহমান, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক জালালাবাদের সাবেক বিজ্ঞাপন ব্যবস্থাপক নেছার আহমদ নেছার, কবি সাজন আহমদ সাজু প্রমুখ।
এরআগে একই স্থানে বিকাল ৪টায় দৈনিক জালালাবাদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন সাংবাদপত্র হলো মানুষের ৩য় চোখ। একটিও সংবাদপত্রবিহীন পৃথিবী কল্পনা করা যায় না। তাই সংবাদপত্রের সাথে যারা জড়িত তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ।
জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল।
এসময় বিভাগীয় কমিশনার আরও বলেন সংবাদপত্র সমাজ পরিষ্কারে কাজ করে। প্রতিযোগিতায় তারাই টিকে থাকে যারা সততার সাথে উন্নয়নের জন্য কাজ করেন। তিনি সংবাদপত্র ও সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গ তুলে তার বিচার দাবি করেন এবং হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি বলেন আমরা যে পরিবর্তিত সমাজ গঠন চাইছি তা সততা, নিষ্ঠা, একতা ও দায়িত্বশীলতার সাথেই গঠন সম্ভব। সত্য এসেছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তা হবেই।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান এবং সিলেট মেট্রোপলিটন কমিশনার মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের ডিআইজি বলেন সাংবাদিকরা যদি সঠিক দায়িত্ব পালন করেন তবে অনেক কিছুই সহজে সমাধান হয়ে যায়। আমরা যদি বিবেক ও মেধা খাটিয়ে কাজ করি তবে দেশ এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাবো।
বিশেষ অতিথির বক্তব্যে এসএমপি কমিশনার বলেন প্রত্যেক মানুষ দায়িত্বশীল। সত্য প্রকাশে স্বার্থন্বেষী মহলের স্বার্থে আঘাত লাগে। তাই তারা সত্য দমিয়ে রাখতে চায়। এই কঠিন সময়ে দৈনিক জালালাবাদ যে দায়িত্ব পালন করে গেছে তিনি এজন্য সাধুবাদ জানান।
সম্মেলনে স্বাগত বক্তব্যে সম্পাদক মুকতাবিস-উন-নূর ২৪ এর বিপ্লবে সিলেটে বিভাগে সর্বাধিক অবদান রাখা পত্রিকা দৈনিক জালালাবাদ উল্লেখ করে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি প্রতিনিধিদের অনুসন্ধানী রিপোর্টিং এর দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বলেন অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের দোরগোড়ায় পৌঁছানো যায়। এতে দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল।
এসময় সেরা তিন প্রতিনিধি হিসেবে জকিগঞ্জ প্রতিনিধি এখলাছুর রহমান, বড়লেখা প্রতিনিধি আব্দুর রব এবং মালয়েশিয়া প্রতিনিধি আহমেদুল কবিরকে পুরস্কৃত করা হয়। এছাড়া কুলাউড়া প্রতিনিধি এম শাকিল রশিদ চৌধুরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র রিপোর্টার এমজেএইচ জামিল, চীফ ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, স্টাফ রিপোর্টার মারুফ হাসান, বিজ্ঞাপন ব্যবস্থাপক আব্দুস সাত্তার মুন্না, সার্কুলেশ ম্যানেজার রশিদ আহমদ, সম্পাদনা সহকারী দাইয়ান চৌধুরী, সিনিয়র কম্পিউটার অপারেটর পান্না লাল রায়, গ্রাফিসক ডিজাইনার সালমান আহমদ সোহেল, কম্পিউটার অপারেটর সাদিকুর রহমান সুমন।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া প্রতিনিধি এম শাকিল রশিদ চৌধুরী, বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, জকিগঞ্জ প্রতিনিধি এখলাছুর রহমান, গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আহাদ, বিশ^নাথ প্রতিনিধি কাজী জামাল উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সারওয়ার বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুম, ওসমানী নগর প্রতিনিধি মুহিব হাসান, কানাইঘাট প্রতিনিধি শাহীন আহমদ চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, রাজনগর প্রতিনিধি শংকর দুলাল দেব, জামালগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি হাসান চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল জলিল, সুনামগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দিন, নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ, ছাতক প্রতিনিধি আমিরুল ইসলাম হিরন, দোয়ারাবাজার প্রতিনিধি বজলুর রহমান, দিরাই প্রতিনিধি ইমরান হোসাইন, জগন্নাথপুর প্রতিনিধি আলী আসগর ইমন, জুড়ী প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, বালাগঞ্জ প্রতিনিধি আমীর আলী, দক্ষিণ সুরমা প্রতিনিধি শরীফ আহমদ, শান্তিগঞ্জ প্রতিনিধি আলাল হোসাইন, শাল্লা আমির হোসেন এবং শাবিপ্রবি প্রতিনিধি হোসাইন ইকবাল।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি