সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগরের সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার আদায় হবেনা। পুঁজিবাদী সমাজব্যবস্থায় কখনো শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হতে পারেনা। শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলন করেনা, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা করে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করতে চায়। এর মাধ্যমে ইহাকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ নিশ্চিত করতে চায়।
তিনি গতকাল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের কতোয়ালী পূর্ব থানার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, কতোয়ালী পূর্ব থানার প্রধান উপদেষ্ঠা মাওলানা মোশাহিদ আলী, ফেডারেশনের মহানগর সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, অফিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুজ্জামান ফয়সাল, ট্রেড ইউনিয়ন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল।
সম্মেলনে ২০২১-২২ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করেন বিশেষ অতিথি সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, উপদেষ্ঠা আফজালুর রহমান, সভাপতি ইকবাল হোসাইন, সহ-সভাপতি আহসান হাবীব হাছান, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুন্না, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, অর্থ সম্পাদক শাহেদ আহমদ, অফিস সম্পাদক শামছুদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার আহমদ, পাঠাগার সম্পাদক রুকন আহমদ, ক্রীড়া সম্পাদক মানিক খান, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, প্রকাশনা সম্পাদক আল আমীন, সহ-প্রকাশনা সম্পাদক আইয়ুব আলী, সদস্য ইয়ামীন, রুবেল ও সোবহান প্রমূখ।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি