সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪
তারা হলেন- সদর ইউনিয়ন ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব, সিরাজুন নেহার চৌধুরী ও হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রসান্ত কুমার দেব।
জানা গেছে, দুই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ভোটার আসার আগে ব্যালট পেপার এর পেছনে অগ্রিম সিল মেরে রেখে দিয়েছিলেন। পরে ম্যাজিস্ট্রেট এসে তা দেখে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা মোসা. শাহিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য আমরা ৪ প্লাটুন বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আনসার মোতায়েন করেছি। কিন্তু ৪জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের অনিয়মের কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ টি ইউনিয়ন একটি পৌরসভা মিলিয়ে মোট ২ লাখ ৫৪ হাজার ৪ শত ৪১ জন ভোটার রয়েছেন। বুধবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি