সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মকসুদ আহমদ সিলেট নগরের মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি ৫ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তিনি স্ত্রী, মা ও দুই ছেলে রেখে যান।
মকসুদের ছোট ভাই মোয়াজ্জিন আহমদ জানান, তিনি ও তার বন্ধু গালিব বাড়ি ফিরছিলেন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের মদিনা মার্কেট এলাকায় পৌঁছলে মকসুদ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনার পর গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মকসুদ আহমদ মকসুদের মৃত্যুতে বাসস পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সংবাদ সংস্থা ছাড়াও তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-ে তার সম্পৃক্ততা ছিল।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি