সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মকসুদ আহমদ নিহত

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মকসুদ আহমদ নিহত
প্রভাতবেলা প্রতিবেদক:  বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত (ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) হয়েছেন। গত রাত আড়াইটায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহত মকসুদ আহমদ সিলেট নগরের মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। তিনি ৫ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তিনি স্ত্রী, মা ও দুই ছেলে রেখে যান।

 

মকসুদের ছোট ভাই মোয়াজ্জিন আহমদ জানান, তিনি ও তার বন্ধু গালিব বাড়ি ফিরছিলেন। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের মদিনা মার্কেট এলাকায় পৌঁছলে মকসুদ মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনার পর গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  দক্ষিণ সুরমায় মসজিদের পাশ থেকে মরদেহ উদ্ধার

 

মকসুদ আহমদ মকসুদের মৃত্যুতে বাসস পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

বাংলাদেশ সংবাদ সংস্থা ছাড়াও তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও সিলেটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকা-ে তার সম্পৃক্ততা ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ