সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটে তার মৃত্যুবার্ষিকীতে ভক্ত অনুরাগীরা নানা কর্মসূচি পালন করছে। মৌলভীবাজারেও পারিবারিকভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শিক্ষাজীবন শেষে তিনি ১৯৫৯ সালে ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে যোগ দিয়েছিলেন। তার কর্মস্থল ছিলো পাকিস্তানের করাচিতে। তবে সে কাজ ছেড়ে তিনি ঢাকায় চলে এসেছিলেন। ১৯৬২ সালে দুই সহকর্মীকে নিয়ে একটি নিরীক্ষা ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন।
এম সাইফুর রহমান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র রাজনীতিতে যোগ দেন এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬৯ সালে পাকিস্তান জাতীয় বেতন কমিশনে বেসরকারি খাত হতে একমাত্র সদস্য মনোনীত হন। ১৯৭৩ ও ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় বেতন কমিশনের সদস্য ছিলেন।১৯৭৬ সালে জিয়াউর রহমানের সরকারের বাণিজ্য উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৭৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে যোগ দেন। ১৯৭৯ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মৌলভীবাজার সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত মন্ত্রিসভায় বাণিজ্য ও অর্থমন্ত্রী এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার মরহুমের গ্রামের বাড়ি বাহারমর্দনে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাদ্য বিতরণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিকেল ৪ টায় এম সাইফুর রহমান যাদুঘর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে মৌলভীবাজার নিতেশ্বর (দুসাই রিসোর্ট সংলগ্ন) স্থানে। এতে জেলা বিএনপির নেতা—কর্মী, নানা শ্রেণিপেশার মানুষ এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন।
এদিকে, সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের পরিবার আয়োজিত কর্মসূচি সমূহে যোগদান করার পাশাপাশি মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন করা হবে। আজ বেলা ১১ টায় মৌলভীবাজারস্থ বারমর্দন গ্রামে এসব কর্মসূচি পালিত হবে।
এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি