সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর ইন্তেকাল

প্রভাতবেলা প্রতিবেদক:

সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ইন্তেকাল করেছেন ।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

 

আজ বাদ মাগরিব ঢাকায় লালমা‌টিয়া সি ব্লক জা‌মে মস‌জি‌দে নামা‌জে জানাজা অনুষ্ঠিত হবে।। আগামীকাল বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে গাংকুলে দাফন করা হবে।

 

এবাদুর রহমান চৌধুরী ঊনসত্তরের গণঅভ্যুত্থান থে‌কে স‌ক্রিয় রাজনী‌তি শুরু করেন। ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

তিনি চারদলীয় জোট সরকারের আমলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ