সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে প্রভাতবেলা সম্পাদকের শোক

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে প্রভাতবেলা সম্পাদকের শোক

প্রভাতবেলা ডেস্ক:

সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

এদিকে সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক ও প্রকাশক কবীর আহমদ সোহেল ।

 

এক শোক বার্তায় কবীর আহমদ সোহেল বলেন, এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মৃত্যু বৃহত্তর সিলেট অঞ্চলের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি । গনতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ।

 

এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ