সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
বিশ্বভূবন ডেস্ক:
সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুষ্টিযুদ্ধে জড়ায় দুই দেশের সেনারা। এতে রাশিয়ার বেশ কয়েকজন সেনা গুরুতর আহত হন।
মধ্যপ্রাচ্যের গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মিডেল-ইস্ট মনিটর জানায়, গত সপ্তাহে মুষ্টিযুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনারা। এই সংঘর্ষের ঘটনা সম্প্রতি সামনে এসেছে।
এ সময় রাশিয়ার সেনাদের বাজেভাবে মারে মার্কিন সেনারা। এতে মারাত্মকভাবে আহত হন কয়েকজন রুশ সেনা। পরবর্তীতে তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আল হাসাকা-এর তাল তামির শহরে ২৫ ডিসেম্বর সংঘর্ষে জড়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা।
ওই দিন তাল তামিরে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে আসে মার্কিন সেনারা। কিন্তু সেখানকার বাসিন্দারা তথ্য দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে রুশ সেনারা এসে মার্কিন সেনাদের বাধা দেয়। এটি নিয়েই শুরু হয় সংঘর্ষ।
সংঘর্ষে কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। প্রথমে জানানো হয়েছিল, সংঘর্ষে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। পরে জানা যায়, এতে ৩ রুশ সেনা মারাত্মক আহত হন এবং হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় তাদের।
প্রভাতবেলা/৩০ডিসে-১৯/মাসুদ
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি