সিলেট ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের বন্দরবাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অ্যান্ডোয়েড মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (২৪ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ এর নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন আবিয়াপাড়া গ্রামের কেতাব উদ্দিনের ছেলে জিকরুল মিয়া (২৫), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন লাউরেগর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে কামাল (৪০) ও বিশ্বনাথের পাড়ারগাঁও গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুর রহমান (২০)।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ । তিনি জানান, গ্রেফতারকৃতরা মোবাইল ফোনের মাধ্যমে তীর নামের জুয়া খেলা পরিচালনা করে আসছে। তারা ৩জনই তীর শিলংয়ের এজেন্ট।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি