সিলেটে অটোরিকশা ছিনতাইকারীচক্র বেপরোয়া

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫

সিলেটে অটোরিকশা ছিনতাইকারীচক্র বেপরোয়া

প্রভাতবেলা প্রতিবেদক ♦  সিলেটে  অটোরিকশা ছিনতাইকারী চক্র আবারো বেপরোয়া। নগরীর কয়েকটি স্ট্যান্ড এর দায়িত্বপ্রাপ্ত নেতা, কতিপয় ড্রাইভার ও একটি রাজনৈতিক দলের কিছু নেতার ছত্রচ্ছায়ায় এসব ছিনতাই কাজ পরিচালিত হয়।

অনুসন্ধানে এমন কিছু স্ট্যান্ড এর হর্তাকর্তা,  চিহ্নিত কিছু ড্রাইভার ও রাজনৈতিক পৃষ্ঠপোষকদের তথ্য পাওয়া গেছে্। এমনকি এদের সাথে নারী ছিনতাইকারীও জড়িত রয়েছে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৩ জনকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ। উদ্ধার করা হয়েছে অটোরিকশাও। গ্রেফতারকৃতদের মধ্যে একজন তরুণী।

সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে দুজন ও পরদিন (২১ জানুয়ারি) বিকালে শাহজালার উপশহর থেকে একজনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের মৃত নানু মিয়ার ছেলে আশিক উদ্দিন (৪০), কুমিল্লা জেলার লাকসাম থানার কলদুরগ্রাম (হরিশচর বাজার)-এর বিল্লাল আহমেদের ছেলে জয়নাল আহমেদ (২৯) ও সিলেট মহানগরের শাহজালাল উপশহর ২ নং রোডের এইচ ব্লকের মমতাজের বাসার ভাড়াটে রিয়া আক্তার (১৯)।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে ড. কামাল

তাদের দেওয়া তথ্যমতে পরে চুরিকৃত অটোরিকশাটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ির উঠান থেকে উদ্ধার করে পুলিশ।

এসব তথ্য বুধবার (২২ জানুয়ারি) সংবাদমাধ্যমকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান- গত ১৮ জানুয়ারি সকালে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ শাহজালাল সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) নামে একজনের সিএনজিচালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১১-০৩৭৮) চুরি হয়ে যায়। ঘটনার পর নাঈম আহমদ বিজয় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দুদিনের চেষ্টায় পুলিশ এ চুরির ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় আরো ৩/৪ জন জড়িতে বলে জানিয়েছেন পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ