সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৪
আটককৃতরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার দুরুল হুদার ছেলে ও ট্রাক চালক মো. সালাউদ্দিন (২৮) এবং একই জেলার বহরমপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ও হেলপার মো. মহাশিন (২৪)।
পুলিশ জানায়, হরিপুর থেকে ওপরে পাথর এবং তার নিচে ভারতীয় চিনি লুকিয়ে একটি ট্রাক সিলেট শহরে আসছে বলে গোপন মাধ্যমে জানতে পারে শাহপরান (রহ.) থানা পুলিশ। তারা সুরমা গেইট বাইপাস এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। গতকাল শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে একটি ট্রাককে চেকপোস্টে থামার জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু, ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া করে ট্রাকটি জব্দ এবং দুই জনকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে পাথরের নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি