সিলেটে টিলাধস : একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪

সিলেটে টিলাধস : একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগরীর ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলাধসের ঘটনায় সেনাবাহিনীর প্রচেষ্টায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুন) বেলা সাড়ে বারোটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আগা করিম উদ্দিন, তার স্ত্রী রুজি বেগম ও তাদের ৬মাস বয়সী শিশুসন্তান তানিম।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র শাহপরাণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তিনি বলেন, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনে উদ্ধারকাজে সেনাবাহিনী নিয়োগের ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই উদ্ধার কাজে সেনাবাহিরীর সদস্যরা আসে।

জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে টিলাধসের ঘটনাটি ঘটে। এই বাসায় ২টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ৫ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় এক পরিবারের ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ