সিলেটে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা ব‌হিষ্কার

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪

সিলেটে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা ব‌হিষ্কার
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে তরুণীকে আড়াই মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁকে সংগঠন থেকে ব‌হিষ্কার করা হয়েছে। পাশাপা‌শি এ ঘটনায় সিলেট মহানগরের ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সংগঠন থেকে ব‌হিষ্কৃত নেতার নাম আবদুস সালাম (৪০)। তিনি সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ ছাড়া অভিযুক্ত অপর ব্যাক্তি আবদুল মনাফ (৩৮) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তাঁকে ক‌মি‌টি থেকে ব‌হিষ্কারের বিষয়ে কেন্দ্রীয় ক‌মি‌টির কাছে সুপা‌রিশ পাঠানো হয়েছে।

রোববার রাতে গনমাধ্যামকে এসব তথ্য নি‌শ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ। তিনি বলেন, রোববার রাতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি আফতাব হোসেন খান এবং কেন্দ্রীয় ক‌মি‌টির নেতাদের সঙ্গে কথা বলে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৭ জানুয়া‌রি থেকে প্রায় আড়াই মাস এক তরুণীকে (১৮) আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ এক নারীর নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। ওই নারী আসামির নাম রেখা বেগম (৩০)। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ