সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪
রোববার (২০ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সদ্য নিয়োগপ্রাপ্ত পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট এটিএম ফয়েজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োগপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের অফিস কক্ষে তালা ঝুলানো হয়।
আদালতের বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী সূত্র জানায়, বিতর্কিত বিএনপি নেতাদের পাবলিক প্রসিকিউটর নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক দিন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের মধ্যে অসন্তোষ চলে আসছিল।
এরই জেরে রোববার আইনজীবী ফোরামের নেতারা প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুজিবুর রহমানের কক্ষে তালা দেন। পরে জেলা জজ আদালতের পিপি এটিএম ফয়েজের কক্ষে তালা ঝোলানো হয়। এ সময় তারা নিয়োগকৃত দুই পিপি বিএনপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনিয়মের নানা অভিযোগ তুলে ধরেন।
ক্ষুব্ধ আইনজীবীরা বলেন, নিয়োগকৃত পিপি তালিকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী এবং ফ্যাসিবাদের দোসররাও স্থান পাওয়ায় দুঃখ প্রকাশ করেন।
এছাড়া আদালতে জিপি হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। এমনকি বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে তিনি প্রবাসে ছিলেন।
আইনজীবীদের দাবি, আদালতের পরিবেশ ও সুষ্ঠু বিচারকাজ পরিচালনার জন্য নবনিযুক্ত পিপি ও জিপি তালিকা বাতিল করে আইন পেশায় সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নতুন তালিকা প্রকাশের জোর দাবি জানান।
বিক্ষুব্ধ আইনজীবীদের অ্যাডভোকেট সাইদ আহমদ গণমাধ্যমকে বলেন, তাকে পিপি নিয়োগ দেওয়া হয়েছে তিনি আওয়ামী লীগের লোক ছিলেন। সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেও তিনি মাঠে ছিলেন না।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুজিবুর রহমানের বিরুদ্ধে নিজ চেম্বারে মাদক সেবনের অভিযোগ তুলেন। তার বিরুদ্ধে অপকর্মের অভিযোগের শেষ নেই। তাছাড়া কেন্দ্রীয় ফোরামকে পাশ কাটিয়ে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। যে কারণে তাদের নিয়োগ বাতিলের দাবি তোলেন তারা।
এ বিষয়ে জানতে নবনিযুক্ত পিপি বিএনপি নেতা অ্যাডভোকেট এটিএম ফয়েজকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি