সিলেটে পিকেটিং ছাড়াই হরতাল

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৩

সিলেটে পিকেটিং ছাড়াই হরতাল

সিলেটে হরতাল চলছে স্বত:স্ফুর্ত। কোন পিকেটিং নেই। মিছিল নেই। তবুও হরতাল পালিত হচ্ছে। দোকানপাঠ বন্ধ। রাজপথে গণপরিবহন সীমিত।

বিএনপি যুবদল ছাত্রদল বিচ্ছিন্ন ঝটিকা মিছিল বের করতে পারে এ আশঙ্কায় আইন শৃংখলা বাহিনী সতর্ক টহল দিচ্ছে।

স্কুলগুলোর অধিকাংশে চলছে পরীক্ষা।

ব্যাংক, বীমা অফিস আদালতে অনেকটা স্বাভাবিক কার্যক্রম চলছে। তবে বেসরকারী অফিসগুলোর সম্মুখ দুয়ার বন্ধ রেখে পেছনের দরজায় কার্যক্রম চলছে।

দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।

আন্ত;জেলার কোন বাস এখনো সরাসরি চলাচলের খবর পাওয়া যায়নি। প্রভাতবেলা প্রতিবেদক,সিলেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ