সিলেটে পুলিশের হাতে ৬ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪

সিলেটে পুলিশের হাতে ৬ ছিনতাইকারী আটক

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর লালবাজার থেকে কোতোয়ালী মডেল থানা তাদেরকে আটক করে।

আটককালে ছিনতাইকারীদের কাছ থেকে ৩ টি ছোরা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি চৌধুরীগাঁওয়ের কুটি মিয়ার ছেলে সুমন মিয়া (২৪) ও পারভেজ আহমেদ (২৩), নগরীর কোতোয়ালি থানাধীন ছড়ারপার এলাকার মিন্টু মিয়ার ছেলে হৃদয় (১৯), দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন তিরাশিগাঁওয়ের আতিকুর রহমানের ছেলে বাবুল মিয়া (২০), সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল হক (২০) এবং সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তা পানিছড়া গ্রামের মোনাক মিয়ার ছেলে নাঈম (১৮)।

আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ