সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
প্রভাতবেলা প্রতিবেদক:
গতকাল রোববার দিবাগত রাতে এবং সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে দুই জনের মৃত্যু হয় রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
মারা যাওয়া দুজন হলেন- সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের তারেক আহমদ (৩২) ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪১)। এখনো হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, রোববার দিবাগত রাতে মারা যান তারেক। আজ সোমবার সকালে মারা যান বাদল। দুজনের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, গত ১১ সেপ্টেম্বর সোমবার রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলের নগরীর মিরাবাজার এলাকার বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ফিলিং স্টেশনের ৭ কর্মচারী ও দুই পথচারী দগ্ধ হন। খবর পেয়ে সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি